March 22, 2012

দেশে ফিরলেন সচিন



সাফল্যের নতুন শীর্ষ গড়ে দেশের মাটিতে পা রাখলেন সচিন। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এশিয়া কাপ থেকে ভারতের সব থেকে প্রাপ্তি সচিনের শততম সেঞ্চুরি।

তবে দেশে ফিরেই এদিন এশিয়া কাপে দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সচিন। মুম্বই বিমান বন্দরে সাংবাদিকদের সচিন বলেন তাঁরা বাংলাদেশ ম্যাচে জয়ের জন্য অলআউট ঝাঁপিয়েছিলেন। কিন্তু বাকিটা তাঁদের হাতে ছিল না। মীরপুরে শততম শতরান পেয়ে গেলেও এখনও দেশের হয়ে খেলতে চান সচিন। এবার ভারতের পরবর্তী সিরিজগুলো নিয়ে ভাবতে চান মাস্টার ব্লাস্টার।

এশিয়া কাপে অনবদ্য খেলেছেন বিরাট কোহলি। এই মুহুর্তে অনেকেই তাঁকে সচিনের যোগ্য উত্তরসূরী হিসেবে ভাবছেন। তবে বিরাটের ওপর এখনই এতটা চাপ সৃষ্টি করতে নারাজ সচিন। তাঁর বক্তব্য, বিরাটের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। অহেতুক চাপ সৃষ্টি তাঁর কেরিয়ারের ক্ষতি করতে পারে বলে তিনি মনে করছেন বলেও এদিন সাংবাদিকদের জানান সচিন।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: দেশে ফিরলেন সচিন Rating: 5 Reviewed By: Kaustav Basu