December 28, 2013

একসঙ্গে পাঁচ শিশুর জোড়া মা হলেন সমকামী দম্পতি

একসঙ্গে পাঁচ শিশুর জোড়া মা হলেন সমকামী দম্পতি লিজ আর নাদিয়া হ্যারিস। কনেকটিকাটের এই দুই কন্যে পাঁচ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন সমকামী এই দম্পতি। তখন থেকেই তাঁরা চাইতেন মা হতে। শুক্রাণুদাতার কাছ থেকে শুক্রাণু নিয়ে এর আগে আটবার মা হওয়ার চেষ্টা করেছিলেন সমপ্রেমী হ্যারিস দম্পতি। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু ন`বারের বার আশাতীত ফল পেলেন তাঁরা। নাদিয়া একসঙ্গে পাঁচটি শিশুর জন্মদিলেন। একসঙ্গে দুই মা পেল পাঁচ শিশু। 

সন্তানের ইচ্ছায় কনেকটিকাট ছেড়ে নিউ ওরল্যান্সে চলে আসেন হ্যারিস দম্পতি। একজন ফার্টিলিটি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলে নাদিয়ার। নাদিয়া স্বীকার করেছেন একসঙ্গে গর্ভে পাঁচ সন্তানের উপস্থিতির খবর পেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যে মা হওয়ার অনুভূতি তাঁদের দু`জনের মনেই শুধু ভাললাগা তৈরি করেছিল। ডসন, ম্যাক্সওয়েল, মিহা, জোসেফ ও এলিজাবেথ চলতি বছরের অক্টোবরে নিউ ওরল্যান্সের এক হাসপাতালে জন্মগ্রহণ করে। এই পাঁচ খুদে এখন দুই মায়ের আদর যত্ন ভালবাসায় বেড়ে উঠছে প্রতিদিন। 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: একসঙ্গে পাঁচ শিশুর জোড়া মা হলেন সমকামী দম্পতি Rating: 5 Reviewed By: Kaustav Basu